মদীনা শরীফে আহ্বায়ক কমিটি :
সৌদি আরবের পবিত্র মদীনা নগরীতে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নতুন শাখা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২৭/৩/২০২৩ ইংরেজি মারকাযিয়া রোডস্থ হোটেল ওয়ারদাতুস সাফায় এক বিশেষ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন এ কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হন হাফিজ মাওলানা শরীফুল ইসলাম, সদস্য সচিব হন মাওলানা আব্দুল ওয়াদুদ, সদস্য হিসাবে মনোনীত হন যথাক্রমে- মাওলানা মুনিরুল আলম, মাওলানা আব্দুল হাফিজ, মাওলানা বুরহান উদ্দীন, মাওলানা ফারুক আহমদ, মাওলানা আতাউর রহমান।
মক্কা নগরীতে আহ্বায়ক কমিটি :
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নতুন শাখা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ৭/০৪/২০২৩ ইংরেজি মক্কা নগরীর নিসফালাহ প্রাঙ্গনে এক বিশেষ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন এ কমিটিতে মুফতি ওলীউল্লাহ দা. বা.-কে আহ্বায়ক ও হাফিয মাওলানা মামুনুর রশীক-কে সদস্য সচিব মনোনীত করা হয়। এছাড়াও আরো ২৪ জনকে উক্ত কমিটিতে নির্বাহি সদস্য হিসাবে নির্বাচিত করা হয়।
জেদ্দা শহরে আহ্বায়ক কমিটি :
সৌদি আরবের জেদ্দা নগরীতে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর নতুন শাখা আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২২/০৪/২০২৩ ইংরেজি জেদ্দা নগরীর হারাজাদ এলাকার মসজিদে রেদওয়ানে এক বিশেষ অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়।
নতুন এ কমিটিতে হাফিজ আব্দুল জলিল ও মাওলানা ফখরুল ইসলাম সাহেবকে উপদেষ্টা, মাওলানা কাজি কমরুল হাসানকে আহ্বায়ক ও মাওলানা হারিছ উদ্দীন-কে সদস্য সচিব মনোনীত করা হয়। এছাড়াও আরো ২৬ জনকে উক্ত কমিটিতে নির্বাহি সদস্য হিসাবে নির্বাচিত করা হয়।
উপরিউক্ত প্রোগ্রারামগুলোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমীরে আঞ্জুমান মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী হাফিযাহুল্লাহ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক হাফিয মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভী ও কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা শাব্বীর আহমদ ফতেহপুরী। এছাড়াও জেদ্দা শহরে শাখা গঠনে উপস্থিত ছিলেন আঞ্জুমানের কেন্দ্রীয় নাইবে আমীর মাওলানা নুরে আলম হামিদী।