শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

পরিচিতি

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি ইলহামী, ইসলাহী, অরাজনৈতিক, আলমগীরী দ্বীনী সংগঠন। দ্বীনবিমুখ মানুষকে দ্বীনের ওপর তুলে আনা, সাধারণ মুসলিমদেরকে দ্বীনের আবশ্যিক বিষয়াবলি শিক্ষা দেওয়া এবং সামগ্রিকভাবে জনসাধারণের মধ্যে ইসলাহ ও হিদায়াতের বার্তা পৌঁছানোই আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধানতম কর্মসূচি। পাশাপাশি…

পরিচিতি

আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি ইলহামী, ইসলাহী, অরাজনৈতিক, আলমগীরী দ্বীনী সংগঠন। দ্বীনবিমুখ মানুষকে দ্বীনের ওপর তুলে আনা, সাধারণ মুসলিমদেরকে দ্বীনের আবশ্যিক বিষয়াবলি শিক্ষা দেওয়া এবং সামগ্রিকভাবে জনসাধারণের মধ্যে ইসলাহ ও হিদায়াতের বার্তা পৌঁছানোই আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রধানতম কর্মসূচি। পাশাপাশি وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ—তোমরা আল্লাহ তাআলার রজ্জুকে শক্ত করে আঁকড়ে ধরো—কালামুল্লাহ শরীফের এই নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের অন্যতম একটি উদ্দেশ্য হলো—মতভেদ আর দলাদলি পায়ের নিচে ফেলে দিয়ে মুসলিম উম্মাহর মধ্যে ভ্রাতৃত্বের বন্ধনকে দৃঢ় করে তোলা। 
১৯৪৪ খ্রিষ্টাব্দে উত্তর-পূর্ব বাংলার খ্যাতিমান বুযুর্গ খলীফায়ে মাদানী কুতবে দাওরান হযরত লুৎফুর রহমান বর্ণভী (পীর সাহেব বরুণা) সংগঠনটি প্রতিষ্ঠা করেন। তার পর থেকে প্রায় ৯ দশক ধরে ইসলাহী এ সংগঠন তৎকালীন পূর্ব পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশে মানবতার কল্যাণ, মুসলমানদের দ্বীন-ঈমানের সংরক্ষণ ও মানবিক মূল্যবোধের উজ্জীবনে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

আঞ্জুমান সংবাদ

আঞ্জুমান প্রকাশিত বইসমূহ

কপিরাইট © ২০২৪ | আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ। Developed By Shabaka IT