গত ১৬/৯/২২ ইংরেজি শুক্রবার বাদ এশা সিলেট মহানগরীর জামেয়া ফারুকিয়া মাদরাসায় আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগরীর ৩নং ওয়ার্ড শাখার নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগরী শাখার সহসভাপতি মাওলানা মুহিব্বুর রহমান মিটিপুরী, বিশেষ অতিথি ও শাখা তত্ত্বাবধায়ক হিসেবে উপস্থিত ছিলেন মহানগরীর ৯নং ওয়ার্ড সভাপতি মাওলানা মুজাম্মিল, ৭ নং ওয়ার্ড সভাপতি মাওলানা পীর আব্দুল জব্বার, মহানগরীর সদস্য মোহা. আদনান শাহ।
সভায় সর্বসম্মতিক্রমে মাও. আব্দুস সত্তারকে সভাপতি ও মাওলানা আব্দুল আহাদকে সেক্রেটারি করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।