কেন্দ্রীয় ও শাখা পর্যায়ে আঞ্জুমানের মাসিক শবগুজারী অনুষ্ঠিত
আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ—এর জুলাই মাসের কেন্দ্রীয় শবগুজারী যথাক্রমেÑ বরুণা মসজিদে হযরত আবু বকর রাযি.—এ এবং শেখবাড়ী জামিয়ার মসজিদে হযরত বিলাল রাযি.—এ অনুষ্ঠিত হয়েছে।
গত ২০ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে আঞ্জুমানের কেন্দ্রীয় মারকায বরুণায় কেন্দ্রীয় শবগুজারী অনুষ্ঠিত হয়। এতে নসীহত পেশ করেন আঞ্জুমানের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, আমীরে আঞ্জুমান ও ফেদায়ে ইসলাম রহ.—এর খলীফাবৃন্দ।
এদিকে গত ১৩ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে শেখবাড়ী জামিয়ার মসজিদে বিলালে অনুষ্ঠিত শবগুজারীতে হিদায়াতী বয়ান পেশ করেন আমীরে আঞ্জুমান হযরত মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভী দা. বা.। শেষরাতের দুআ ও যিকির পরিচালনা করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাফিয মাওলানা শেখ সা‘দ আহমদ আমীন বর্ণভী। বাদ ফজর নসীহত পেশ করেন আমীরে আঞ্জুমানের খলীফা শায়খ মাওলানা ইমদাদুর রহমান কাটারাই।
একইভাবে জুলাই মাসে শাখা পর্যায়ে আঞ্জুমানের মাসিক শবগুজারী অনুষ্ঠিত হয়েছে— ফেঞ্চুগঞ্জ, গোলাপগঞ্জ, জগন্নাথপুর, রঘুনন্দনপুর, শ্রীমঙ্গল ও চুনারুঘাটসহ দেশের বিভিন্ন জায়গায়। এতে নসীহত পেশ করেন আঞ্জুমানের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও আমীরে আঞ্জুমানের খলীফাবৃন্দ।
আঞ্জুমানে খাওয়াতিনের ইসলাহী মজলিস অনুষ্ঠিত :
গত ২০ জুলাই বৃহস্পতিবার বরুণায় আমীরে আঞ্জুমানের বাড়িতে আঞ্জুমানে খাওয়াতিনে হেফাজতে ইসলামের এক বিশেষ ইসলাহী মজলিস অনুষ্ঠিত হয়েছে। আহলিয়ায়ে আমীরে আঞ্জুমানের সভাপতিত্বে উপস্থিত শতাধিক নারীর মধ্যে তালীম করেছেন আমীরে আঞ্জুমানের সাহেবযাদীগণ। উল্লেখ্য যে, প্রতি আরবী মাসের প্রথম বৃহস্পতিবার বরুণায় মজলিসে খাওয়াতিনের এই মাহফিল অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ জেলা শাখায় কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফর :
গত ২২ জুলাই ২০২৩ঈ. শনিবার বাদ আসর হবিগঞ্জ জেলা নুরুল হেরা মসজিদে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
হাফিজ মাওলানা মাসরুরুল হক সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাফেজ মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মাওলানা শাব্বির আহমদ ফতেহপুরী। হবিগঞ্জ জেলা সেক্রেটারি হাফেজ মাওলানা জাবের আল হুদা চৌধুরীর সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত ছিলেন জেলা, শহর ও বিভিন্ন উপজেলা শাখার নেতৃবৃন্দ। এতে জেলা ও উপজেলা শাখার নিয়মিত কার্যক্রমের উপর বিস্তারিত আলোচনা—পর্যালোচনা হয়। বিশেষত আগামী ২৩ নভেম্বর ২৩ঈ. আঞ্জুমানের কেন্দ্রীয় ইসলাহী জোড়কে সর্বাত্মক সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় সিদ্ধান্তবলি গ্রহণ করা হয়।
আঞ্জুমানে হেফাজতে ইসলাম জেদ্দা মহানগরীর পরামর্শ সভা অনুষ্ঠিত :
গত ১০ জুলাই ২৩ঈ. আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ জেদ্দা মহানগরীর এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। শাখার আহ্বায়ক মাওলানা কাজী কামরুল হাসান সাহেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দেশ থেকে আগত আঞ্জুমানের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মাওলানা শাহ নজরুল ইসলাম সাহেব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে হেফাজতে ইসলাম সিলেট জেলা শাখার সহ সভাপতি মাওলানা হাবিব আহমদ শিহাব সাহেব। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের বহুমুখী দ্বীনী কর্মসূচি তুলে ধরে জেদ্দায় আঞ্জুমানে হেফাজতে ইসলামের কাজ বেগবান করার তাগিদ দেন।
(প্রকাশিত, মাসিক হেফাজতে ইসলাম আগস্ট-২০২৩ সংখ্যা)