দলমত নির্বিশেষে সর্বস্তরের মুসল্লিয়ানে কেরামের ঢল নেমেছে সিলেট কেন্দ্রীয় ট্রাক টার্মিনালে চলমান দুদিন ব্যাপী আজিমুশ্বান ইজতেমায়। বৃহদায়তনের বিশাল ময়দান ইতিমধ্যে কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর ৭৭ বছর পূর্তি উপলক্ষে সংগঠনটির আমীর হযরত মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক বর্ণভীর আহ্বানে অনুষ্ঠিত হচ্ছে আত্মশুদ্ধিমূলক এ জমায়েত।
আজ ১৭ নভেম্বর বৃহস্পতিবার বাদ ফজর আমীরে আঞ্জুমানের হিদায়াতী বয়ানের মাধ্যমে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলেও অনানুষ্ঠানিকভাবে ১৫ নভেম্বর মঙ্গলবার থেকে ময়দানে লোকসমাগম শুরু হয়ে যায়। ফলে আমীরে আঞ্জুমান-সহ সিলেটের শীর্ষস্থানীয় আলেমগণ ধাপে ধাপে বয়ান পেশ করেন।
রাতে মাঠ পরিপূর্ণ না হলেও বাদ ফজর থেকে জনতার ঢল নামতে শুরু করে ইজতেমা ময়দানে। বেলা বাড়ার সাথে সাথে কানায় কানায় পূর্ণ হয়ে যায় বিশালায়তনের প্যান্ডেল। আমীরে আঞ্জুমানের বয়ানের পর থেকে যুহর পর্যন্ত একে একে বয়ান করেন দেশের শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখগণ।
পর্যায়ক্রমে বয়ান পেশ করেন—
হযরত মাওলানা শামসুদ্দীন কাসিমী- জামিয়া হুসাইনিয়া জামালপুর,
মাওলানা আব্দুল্লাহ মুহাম্মদ হাসান- বাহাদুরপুর,
মুফতি ফয়জুল্লাহ বিন বেলায়েত- ঢাকা,
ড. মুশতাক আহমদ- শায়খুল হাদীস তেজগাঁও মাদরাসা ঢাকা,
বিশিষ্ট ওয়ায়েয মাওলানা আব্দুল বাসেত খান- সিরাজগঞ্জ,
মুফতি আমিনী রহ.-এর মেজো জামাতা মুফতি জসিম উদ্দিন,
মাওলানা আকরাম উদ্দিন- ফরিদপুর,
মাও. আলী আহমদ কাসেমী- ঢাকা,
মাও. মুশতাক আহমদ সাহেব- মুহতামিম দারুল উলূম খুলনা,
মাও. গোলামুর রহমান- খুলনা,
মুফতি মাসুম- বনানী চৌধুরীপাড়া জামে মসজিদ ঢাকা,
মুফতি মুজিবুর রহমান- নায়েবে আমীর খেলাফত আন্দোলন বাংলাদেশ,
ভোলা জেলার বিশিষ্ট আলেম মাওলানা আনাস,
মুফতি আমিনী রহ.-এর জামাতা মাও. জুবায়ের আহমদ- লালবাগ ঢাকা,
মাওলানা আব্দুল লতিফ ফারুকী- উপদেষ্টা আঞ্জুমানে হেফাজতে ইসলাম ঢাকা মহানগর,
মাও. ইসমাইল নুরপুরী- নরসিংদী,
জাতীয় মসজিদ বায়তুল মুকাররামের খতীব মুফতি রুহুল আমীন সাহেবযাদায়ে আল্লামা ফরিদপুরী রহ.,
মাও. আব্দুল মালেক- ভোলা।
এখন চলছে দুপুরের খাবারের বিরতি।
ইজতেমার ময়দান থেকে হামমাদ রাগিব