ইলহামী ইসলাহী অরাজনৈতিক সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের ৭৭ বছর পূর্তি উপলক্ষে আগামী ১৭ ও ১৮ নভেম্বর সিলেটের ঐতিহাসিক আলিয়া মাদরাসা ময়দানে অনুষ্ঠিতব্য দুইদিন ব্যাপী আজিমুশ্বান ইজতেমা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় প্রতিনিধিদল দক্ষিণ বঙ্গ সফর করেছেন। গত ২১ সেপ্টেম্বর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা শেখ সাদ আহমদ আমীন বর্ণভীর নেতৃত্বে দক্ষিণবঙ্গের উলামা-মাশায়েখ ও বিশিষ্টজনদের দাওয়াত প্রদানের লক্ষ্যে এ সফর সম্পন্ন হয়।
সফরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাষানটেক জামিয়া মুহাম্মাদিয়ার নায়বে মুহতামিম মুফতি ফয়জুল্লাহ আশরাফী, তেজগাঁও কুয়েতী মসজিদের খতীব মুফতি লিয়াকত আলী, মিরপুরের বাউনিয়াবাদ বাইতুল আমান কেন্দ্রীয় জামে মসজিদের খতীব ও যাদুরচর মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি আবদুল্লাহ ফিরোজী, টেকনিক্যাল মোড় জামে মসজিদের খতীব মুফতি আবদুল্লাহ আল হাদী, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক মাওলানা আবদুর রহমান আসজাদ বর্ণভী, ক্যান্টনমেন্ট বাইতুল্লাহ জামে মসজিদের খতীব মুফতি আবুল বারাকাত প্রমুখ।
দক্ষিণবঙ্গের ঐতিহ্যবাহী দ্বীনি মারকায গওহরডাঙ্গা মাদরাসার মুহতামিম, জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতীব মুফতি রুহুল আমীন, বাহিরদিয়া মাদরাসা ফরিদপুরের মুহতামিম মাওলানা আকরাম আলী (ধলা হুজুর), খুলনার দারুল উলূম মাদরাসার মুহতামিম মাওলানা মুশতাক আহমাদ, ফুলবাড়িগেট মাদরাসার মুহতামিম মুফতি গোলামুর রহমান, মাদারীপুরের জামিয়াতুস সুন্নাহ মাদরাসার মুহতামিম মুফতি নেয়ামত উল্লাহ ফরিদী ও বাহাদুরপুরের পীর মাওলানা আবুল হাসান মোহাম্মদ আবদুল্লাহ-সহ দক্ষিণবঙ্গে শীর্ষস্থানীয় ওলামা-মাশায়েখ ও সুধীজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে প্রতিনিধিদলটি।